৪৫তম বিসিএস: উত্তরপত্র যাচাইয়ে তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্ত পিএসসি’র

৪৫তম বিসিএস
৪৫তম বিসিএস

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল সোমবার (১৮ নভেম্বর) পিএসসি’র এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পিএসসি থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্বিতীয় পরীক্ষকের মূল্যায়ন প্রক্রিয়া শেষের পথে থাকলেও স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুনর্মূল্যায়ন করা হবে।

সভায় পিএসসি চেয়ারম্যান ও আট সদস্য উপস্থিত ছিলেন। সেখানে ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএসসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায্যতা এবং নিরপেক্ষতা বজায় রাখতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পিএসসি।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত বছরের ৬ জুন প্রকাশিত হয়, যেখানে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। লিখিত পরীক্ষা এ বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার এবং ১ হাজার ২২ জন নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জন (সহকারী ও ডেন্টাল সার্জন) নিয়োগ পাবেন, যা সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জন নিয়োগ পাবেন।

স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পিএসসি অঙ্গীকারবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *