
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত এবার বাংলাদেশি শ্রোতাদের জন্য সরাসরি গাইতে আসছেন। আগামী ২ মে রাজধানীর ইউনাইটেড কনভেনশন হলে অনুষ্ঠিতব্য এক কনসার্টে পারফর্ম করবেন এই কিংবদন্তি গায়ক।
আলী আজমত শুরু থেকেই জুনুন ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যান্ড সংগীতের পাশাপাশি তিনি বলিউডেও জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ২০০৩ সালে ‘পাপ’ সিনেমার ‘গরজ বরস’ গান দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ গানেও কণ্ঠ দেন তিনি। সংগীতের পাশাপাশি তিনি অভিনয়েও সক্রিয় ছিলেন, সর্বশেষ তাঁকে দেখা গেছে পাকিস্তানের আলোচিত সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এ।
এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে দুইবার বাংলাদেশ সফর করলেও, এবারই প্রথম একক কনসার্ট করতে আসছেন আলী আজমত। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটির আয়োজন করছে অ্যাসেন বাজ। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ২ মে বিকেল ৪টা থেকে শুরু হবে এই কনসার্ট। তবে এতে স্থানীয় কোনো শিল্পী অংশ নেবেন কি না কিংবা টিকিটের মূল্য কেমন হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
👉 টিকেট কাটতে এখানে ক্লিক করুন।
এদিকে, ৭ ফেব্রুয়ারি ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘মেলোডি আনলিশড’ কনসার্টে পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ পারফর্ম করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। আয়োজক সংস্থা মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিশিয়াল পেজে জানায়, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি বাতিল করা হয়েছে। তবে এখনো নতুন তারিখ ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানি শিল্পীদের কনসার্টের সংখ্যা বেড়েছে। গত বছরই দেশে পারফর্ম করেছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম, আব্দুল হান্নান, রাহাত ফতেহ আলী খান এবং ব্যান্ড জাল। এবার আলী আজমতের একক কনসার্ট ঢাকার সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ হতে চলেছে।
আরও পড়ুনঃ পরীমণির তীব্র সমালোচনায় শরিফুল রাজ, ছেলের দায়িত্ব নিয়ে প্রশ্ন
আলী আজমতের পরিচিতি
আলী আজমত পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার। তিনি মূলত ‘জুনুন’ ব্যান্ডের প্রধান ভোকাল হিসেবে খ্যাতি লাভ করেন। পাকিস্তানের রক ও সুফি সংগীতের অন্যতম পথপ্রদর্শক হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত। শক্তিশালী কণ্ঠ, গভীর আবেগ ও অনন্য পারফরম্যান্স স্টাইলের জন্য আলী আজমত দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়।
সংগীত ক্যারিয়ার
আলী আজমতের সংগীতজীবন শুরু হয় ১৯৮০-এর দশকে। তবে ১৯৯০-এর দশকে তিনি ‘জুনুন’ ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ব্যান্ডটি তাদের সুফি রক ধাঁচের গানের জন্য বিখ্যাত, যার মধ্যে ‘সাইয়্যোঁনি’, ‘দম মস্ত কালন্দর’, ‘খুদি’, ‘জাজবা-ই-জুনুন’ ইত্যাদি গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়।
ব্যক্তিগত ক্যারিয়ারেও তিনি বেশ সফল। ২০০৩ সালে বলিউডের ‘পাপ’ সিনেমার ‘গরজ বরস’ গান গাওয়ার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ গানেও কণ্ঠ দেন, যা ব্যাপক জনপ্রিয়তা পায়।
অভিনয় ও অন্যান্য কার্যক্রম
গানের পাশাপাশি অভিনয়েও দক্ষতা দেখিয়েছেন আলী আজমত। তিনি পাকিস্তানের আলোচিত সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এ অভিনয় করেছেন। এছাড়া, তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছেন।
জনপ্রিয়তা ও প্রভাব
আলী আজমত শুধু পাকিস্তানেই নয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তার গানের জন্য জনপ্রিয়। তার অনন্য সংগীতশৈলী ও শক্তিশালী কণ্ঠ তাকে দক্ষিণ এশিয়ার সংগীত জগতের এক কিংবদন্তি শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজও তিনি সংগীতজগতে সক্রিয় এবং নিয়মিত কনসার্ট ও নতুন গান উপহার দিয়ে আসছেন।