
ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন আগেই। সন্তানের জন্মের এক বছর পরই সংসার ভাঙনের সিদ্ধান্ত নেন তারা। বিচ্ছেদের পর সন্তান পূণ্যকে নিজের কাছেই রেখে দেন পরীমণি এবং এককভাবে তার দেখভালের দায়িত্ব নেন। অন্যদিকে, শরিফুল রাজ ব্যস্ত হয়ে পড়েন অভিনয়ের ক্যারিয়ার নিয়ে।
বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরীমণি অভিযোগ করেন, শরিফুল রাজ বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালন করেননি। বিশেষ দিনগুলোতেও পূণ্যের পাশে দেখা যায়নি তাকে। এই বিষয়গুলো নিয়ে পরীমণি প্রকাশ্যে আক্ষেপও করেছেন।
তবে কিছুদিন আগে এক ভিডিওতে শরিফুল রাজের সঙ্গে দেখা যায় পূণ্যকে। গাড়ির স্টিয়ারিং ধরে বাবা-ছেলের খুনসুটির সেই মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন রাজ। কিন্তু সেই ভিডিও প্রকাশের পরই নতুন করে পরীমণির ক্ষোভ প্রকাশ পেল তার একটি ফেসবুক স্ট্যাটাসে।
পরীমণির ফেসবুক স্ট্যাটাস
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পোস্টে রাজকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “রাত জাগা আর নির্ঘুম রাত এক জিনিস নয়। মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটি মশার কামড়ও নিতে পারবে না, আর সেখানে ১০৪ জ্বর হলে মায়ের অবস্থা কী হয়, সেটা বোঝার মতো তোমার অনুভূতি নেই।”
তিনি আরও বলেন, “একলা মা হয়ে সন্তানের অসুস্থতা সামলানো কতটা কঠিন, তা তুমি কখনো বুঝতে পারবে না। রাত জেগে নেটফ্লিক্স দেখা, বন্ধুদের সঙ্গে পার্টি করা, আড্ডা দেওয়া, লং ড্রাইভে যাওয়া, ফেসবুক স্ক্রল করাই হয়তো তোমার জীবনের মজা, কিন্তু দায়িত্ব নেওয়া তো তোমার স্বভাবে নেই।”
সন্তানের প্রতি রাজের দায়িত্ববোধ নিয়েও তীব্র সমালোচনা করেন পরীমণি। তার ভাষায়, “যারা সুযোগ বুঝে সন্তানের সঙ্গে কয়েক সেকেন্ডের ভিডিও তুলে মিথ্যা আবেগ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তারাই এসব দায়িত্বকে বোঝা মনে করে। প্রকৃত বাবারা সন্তানকে আগলে রাখেন, আর যারা বাবা হয়েও দায়িত্ব নেয় না, তাদের কাছে সন্তানের মায়ের সবকিছু সামলাতে হয়।”
পরীমণির মতে, তার সন্তানের এমন “সো কল্ড বাবা” দরকার নেই। তিনি বলেন, “আমার সন্তানদের জন্য আমি একাই সব। এতদিনে প্রমাণ হয়ে গেছে, তোমার কোনো প্রয়োজন নেই আমাদের জীবনে।”
প্রাক্তনের প্রতি ঘৃণা প্রকাশ করে পরীমণি লেখেন, “আমি সব মাফ করলেও আজীবন এই ঘৃণার সঙ্গে তোমাকে বাঁচতে হবে। মৃত্যু হয়তো মুক্তি এনে দিত, কিন্তু বেঁচে থাকতে হলে এই তাচ্ছিল্য সহ্য করেই থাকতে হবে।”
আরও পড়ুনঃ ভ্যালেন্টাইনস উইক ২০২৫
পরীমণির এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে শরিফুল রাজের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।