জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি: ১৮ ক্যাটাগরিতে ৮৬ জনের কর্মসংস্থান, আবেদন চলছে অনলাইনে

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে (National Housing Authority – NHA) আবারও শুরু হয়েছে বড় পরিসরের নিয়োগ কার্যক্রম। চলমান অর্থবছরে প্রতিষ্ঠানটি দেশের আবাসন খাতে টেকসই উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে নতুন করে ১৮টি ভিন্ন ভিন্ন পদে মোট ৮৬ জন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ৯ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

নতুন এই নিয়োগে আবেদনকারীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

কোন কোন পদে নিয়োগ?

নিচের ছক থেকে পদের নাম, সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন গ্রেড সংক্ষেপে জেনে নিন:

পদের নামপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতাগ্রেডবেতন স্কেল (টাকা)
সহকারী স্থপতিস্থাপত্যে স্নাতক (দ্বিতীয় শ্রেণি)২২,০০০-৫৩,০৬০
সহকারী পরিচালকপ্রথম শ্রেণির স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতকোত্তর২২,০০০-৫৩,০৬০
সহকারী প্রকৌশলী (সিভিল)পুরকৌশলে স্নাতক (দ্বিতীয় শ্রেণি)২২,০০০-৫৩,০৬০
উপসহকারী প্রকৌশলী (সিভিল)পুরকৌশলে ডিপ্লোমা (দ্বিতীয় শ্রেণি)১০১৬,০০০-৩৮,৬৪০
উপসহকারী প্রকৌশলী (ই/এম)তড়িৎ বা যান্ত্রিক কৌশলে ডিপ্লোমা (দ্বিতীয় শ্রেণি)১০১৬,০০০-৩৮,৬৪০
প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট)স্নাতকোত্তর ডিগ্রি১০১৬,০০০-৩৮,৬৪০
বিভাগীয় হিসাবরক্ষকবাণিজ্যে স্নাতক (দ্বিতীয় শ্রেণি)১১১৫,৫০০-৩০,২৩০
ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটরস্নাতক, টাইপিং ও শর্টহ্যান্ড দক্ষতা থাকতে হবে১৩১১,০০০-২৬,৫৯০
অডিটরবাণিজ্যে স্নাতক (দ্বিতীয় শ্রেণি)১৫৯,৭০০-২৩,৪৯০
ড্রাফটসম্যানডিপ্লোমাসহ এসএসসি, কম্পিউটার অভিজ্ঞতা১৫৯,৭০০-২৩,৪৯০
অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর১৭এইচএসসি, টাইপিং দক্ষতা১৬৯,৩০০-২২,৪৯০
হিসাব সহকারীএইচএসসি (বাণিজ্য), কম্পিউটার দক্ষতা১৬৯,৩০০-২২,৪৯০
ভার্টিকেল ট্রান্সপোর্ট অ্যাটেনডেন্টএইচএসসি ও লিফট পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা১৬৯,৩০০-২২,৪৯০
জুনিয়র অডিটরএইচএসসি (বাণিজ্য), টাইপিং দক্ষতা১৬৯,৩০০-২২,৪৯০
ড্রাইভারঅষ্টম শ্রেণি পাস, বৈধ লাইসেন্স, ৩ বছরের অভিজ্ঞতা১৬৯,৩০০-২২,৪৯০
চেইনম্যান (শিকল বাহক)অষ্টম শ্রেণি পাস, সংশ্লিষ্ট অভিজ্ঞতা২০৮,২৫০-২০,০১০
এমএলএসএস১২অষ্টম শ্রেণি পাস২০৮,২৫০-২০,০১০
গার্ড১৮অষ্টম শ্রেণি পাস২০৮,২৫০-২০,০১০

বয়সসীমা

প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
সরকার নির্ধারিত কোটা ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হবে।

 আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইন ফরম পূরণের সময় সকল তথ্য যথাযথভাবে প্রদান করতে হবে এবং প্রার্থীর সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
আরও পড়ুনঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে ১২০ জনের বিশাল নিয়োগ, আবেদন চলছে অনলাইনে

আবেদন ফি ও জমাদানের পদ্ধতি

আবেদনপত্র পূরণের পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি নির্ধারিত হয়েছে পদ অনুযায়ী নিম্নরূপ:

পদের ক্রমআবেদন ফি (টাকা)টেলিটক সার্ভিস চার্জমোট ফি (টাকা)
১-৬২০০২৩২২৩
১৫০১৮১৬৮
৮-১৫১০০১২১১২
১৬-১৮৫০৫৬
অনগ্রসর শ্রেণির প্রার্থী৫০৫৬

গুরুত্বপূর্ণ নির্দেশনা

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, ছবি ও অন্যান্য প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

নিয়োগ সংক্রান্ত সব তথ্য, পরীক্ষার সময়সূচি ও ফলাফল পাওয়া যাবে নিয়োগ কর্তৃপক্ষের ওয়েবসাইটে।

আবেদনের শেষ সময়

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

এই নিয়োগ বিজ্ঞপ্তি দেশের যুবসমাজের জন্য একটি বড় সুযোগ হতে পারে। সরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশীদের জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ। তাই আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে আবেদনপত্র পূরণ ও ফি জমা দিয়ে প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার।

আবেদন ও বিস্তারিত জানতে ভিজিট করুন:
[ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিয়োগ ওয়েবসাইট ]

(প্রযুক্তিগত সমস্যা কিংবা নির্দেশনা প্রয়োজন হলে টেলিটক হেল্পলাইনের সাহায্য নিতে পারেন)

সংক্ষেপে মূল পয়েন্ট:

মোট পদ: ৮৬টি

পদসংখ্যা: ১৮টি ক্যাটাগরি

সর্বোচ্চ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত

আবেদন মাধ্যম: অনলাইন

শেষ সময়: ১৪ মে ২০২৫, বিকেল ৫টা

আবেদন ফি: সর্বোচ্চ ২২৩ টাকা পর্যন্ত

বয়সসীমা: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৫ অনুযায়ী)
আরও পড়ুনঃ বুটেক্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি: বিভিন্ন গ্রেডে জনবল নেওয়া হবে, আবেদন করতে হবে ২২ মে’র মধ্যে
চাকরি প্রার্থী দের জন্য পরামর্শ
যারা সরকারি চাকরিতে আগ্রহী, বিশেষ করে গৃহায়ণ ও প্রকৌশল খাতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এই নিয়োগ একটি বড় সুযোগ হতে পারে। তাই আর দেরি না করে আজই আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *