
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবার বড় পরিসরে জনবল নিয়োগে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ২৪টি ভিন্ন পদে মোট ১২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে একটি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৯ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন গ্রহণ শুরু হয়েছে ৪ মে সকাল ১১টা থেকে, যা চলবে আগামী ৪ জুন ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়ায় কোন কোন পদ রয়েছে?
ডিএমটিসিএল-এর এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশাসন, মানবসম্পদ, প্রকৌশল, আইটি, অর্থ, নিরাপত্তা, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সেক্টরসহ বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে। নিচে গুরুত্বপূর্ণ কিছু পদের নাম, সংখ্যা, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা হলো—
ক্রম | পদের নাম | পদসংখ্যা | গ্রেড | মূল বেতন | যোগ্যতা |
১ | সহকারী ব্যবস্থাপক (প্রশাসন/মানবসম্পদ) | ২টি | ৯ | ৫০,৬০০ টাকা | স্নাতকোত্তর |
২ | সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল) | ২টি | ৯ | ৫০,৬০০ টাকা | এলএলবি/এলএলএম |
৩ | সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) | ১টি | ৯ | ৫০,৬০০ টাকা | স্নাতকোত্তর |
৪ | নিরাপত্তা কর্মকর্তা | ৩টি | ১০ | ৩৬,৮০০ টাকা | স্নাতক |
৫ | অর্থ কর্মকর্তা | ১টি | ১০ | ৩৬,৮০০ টাকা | বিবিএ |
৬ | জুনিয়র রাজস্ব কর্মকর্তা | ২টি | ১২ | ২৫,৯৯০ টাকা | বিবিএ |
৭ | অর্থ সহকারী | ১টি | ১৬ | ২১,৩৯০ টাকা | এইচএসসি |
৮ | সেকশন ইঞ্জিনিয়ার (বিভিন্ন বিভাগে) | ২৩টি | ১০ | ৩৬,৮০০ টাকা | ডিপ্লোমা (৪ বছর মেয়াদি) |
৯ | জুনিয়র মার্কেটিং অফিসার | ২টি | ১২ | ২৫,৯৯০ টাকা | বিবিএ (তৃতীয় বিভাগ চলবে না) |
১০ | পেশ ইমাম | ১টি | ১৪ | ২৩,৪৬০ টাকা | কামিল/দাওরায়ে হাদিস |
১১ | মুয়াজ্জিন | ১টি | ১৬ | ২১,৩৯০ টাকা | আলিম/সমমান |
১২ | সেমি স্কিলড মেইনটেইনার | ৮০টি | ১৬ | ২১,৩৯০ টাকা | এইচএসসি (ভোকেশনাল/বিজ্ঞান) |
১৩ | সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক) | ৪টি | ১৬ | ২১,৩৯০ টাকা | এসএসসি/ভোকেশনাল |
১৪ | সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি) | ১টি | ১৬ | ২১,৩৯০ টাকা | এসএসসি (ভোকেশনাল/বিজ্ঞান) |
এই তালিকায় আরও কয়েকটি পদ রয়েছে যা বিভিন্ন কারিগরি শাখা ও প্রকৌশল বিভাগে প্রাসঙ্গিক ডিপ্লোমা বা প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য উন্মুক্ত।
আরও পড়ুনঃ বুটেক্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি: বিভিন্ন গ্রেডে জনবল নেওয়া হবে, আবেদন করতে হবে ২২ মে’র মধ্যে
বয়সসীমা ও শর্তাবলি
প্রার্থীর বয়স ১ মে ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে পেশ ইমাম পদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স নির্ধারণে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী জন্মতারিখ বিবেচনা করা হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের পর প্রার্থীদের নির্ধারিত সময়ে ফি জমা দিতে হবে।
আবেদন শুরুর সময়: ৪ মে ২০২৫ সকাল ১১টা
আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৫ বিকেল ৫টা
আবেদন ফি ও পেমেন্ট পদ্ধতি
প্রতিটি পদের জন্য আলাদা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে, আবেদন ফর্ম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে।
পদের গ্রুপ | আবেদন ফি (সার্ভিস চার্জসহ) |
১-৬ ও ৯-১৮ নম্বর পদের জন্য | ২২৩ টাকা |
৭ ও ১৯ নম্বর পদের জন্য | ১৬৮ টাকা |
৮ এবং ২০-২৪ নম্বর পদের জন্য | ১১২ টাকা |
আবেদনের জন্য ওয়েবসাইট
আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে। এখানে ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে এবং নির্দেশনা অনুসরণ করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
বিশেষ নির্দেশনা
কোনো ধরণের তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয় (প্রযোজ্য পদের ক্ষেত্রে)
প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করলে সেটি বাতিলযোগ্য
আবেদনপত্র গ্রহণের কোনো নিশ্চয়তা থাকছে না; নির্ধারিত প্রক্রিয়ায় নির্বাচিতদের ডাক দেওয়া হবে
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন : ডিএমটিসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইট
নগরবাসীর আধুনিক পরিবহনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করা ডিএমটিসিএল-এর এই চাকরিগুলো মেট্রোরেল সম্পর্কিত প্রকল্পে যুক্ত হয়ে দেশের অবকাঠামো উন্নয়নে অবদান রাখার এক দুর্লভ সুযোগ। যারা স্বপ্ন দেখেন সরকারি চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করার, তাদের জন্য এটি হতে পারে এক সুবর্ণ সুযোগ। তাই সময় থাকতেই আবেদন করুন।