বাংলাদেশ কোস্টগার্ডের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কোস্টগার্ডের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কোস্টগার্ডের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কোস্টগার্ডের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের প্রকৃত নাগরিকদের উদ্দেশ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে এবং প্রক্রিয়া শুরু হয়েছে আজ সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ থেকে। বিভিন্ন পদে মোট ২৭ জন কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ:

বিষয়তথ্য
প্রতিষ্ঠানবাংলাদেশ কোস্টগার্ড
নিয়োগ খাতরাজস্ব
মোট পদসংখ্যা২৭ টি পদ
আবেদন মাধ্যমঅনলাইন (টেলিটক জব পোর্টাল)
আবেদন শুরুর তারিখ২৮ এপ্রিল ২০২৫
আবেদনের শেষ তারিখ১৮ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত

পদের বিবরণ ও যোগ্যতা:

১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩

বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

যোগ্যতা: ন্যূনতম স্নাতক ও কম্পিউটারে দক্ষতা

২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

গ্রেড: ১৪

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

যোগ্যতা: স্নাতক ডিগ্রি ও কম্পিউটার জ্ঞান

৩. ইউডিএ/কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩

গ্রেড: ১৪

যোগ্যতা: স্নাতক এবং কম্পিউটার দক্ষতা

৪. ধর্মীয় শিক্ষক

  •  

পদসংখ্যা: ১

  •  
  •  

গ্রেড: ১৪

  •  
  •  

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

  •  
  •  

যোগ্যতা: ফাজিল পাশ, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা

  •  

৫. অটোমেকানিক

  •  

পদসংখ্যা: ২

  •  
  •  

গ্রেড: ১৪

  •  
  •  

যোগ্যতা: এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়ে টিটিসি সার্টিফিকেট

  •  

৬. ড্রাইভার

  •  

পদসংখ্যা: ১৩

  •  
  •  

গ্রেড: ১৫

  •  
  •  

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

  •  
  •  

যোগ্যতা: JSC বা সমমান, বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্সসহ অভিজ্ঞতা

  •  

৭. ইলেকট্রিশিয়ান

  •  

পদসংখ্যা: ১

  •  
  •  

গ্রেড: ১৬

  •  
  •  

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি ও ইলেকট্রিক ট্রেড সনদ

  •  

৮. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  •  

পদসংখ্যা: ১

  •  
  •  

গ্রেড: ১৬

  •  
  •  

যোগ্যতা: এইচএসসি ও কম্পিউটার দক্ষতা

  •  

৯. অফিস সহায়ক

  •  

পদসংখ্যা: ৩

  •  
  •  

গ্রেড: ২০

  •  
  •  

যোগ্যতা: এসএসসি পাস

  •  

আবেদনের শর্তাবলি:

  •  

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে

  •  
  •  

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত কিছু পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)

আবেদনকারীর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্য অবশ্যই উল্লেখযোগ্য

  •  
  •  

কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়

  •  

আবেদন ফি:

  •  

গ্রেড ১৩-১৬: ফি ১০০ টাকা + টেলিটক চার্জ (১২ টাকা) = মোট ১১২ টাকা

  •  
  •  

গ্রেড ১৭-২০: ফি ৫০ টাকা + চার্জ (৬ টাকা) = মোট ৫৬ টাকা

  •  
  •  

অনগ্রসর জনগোষ্ঠীর জন্য: সব গ্রেডে ৫৬ টাকা (ফি+চার্জ)

  •  

ফি জমার সময়সীমা: আবেদন ফর্ম জমার পর ৭২ ঘণ্টার মধ্যে

আবেদন যেভাবে করবেন:

  •  

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে

  •  
  •  

আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করতে হবে বাংলাদেশ কোস্টগার্ডের ওয়েবসাইটে অথবা টেলিটক চাকরির পোর্টালে

আরও পড়ুনঃ দারাজ বাংলাদেশ সর্বশেষ অফার, দারাজ প্রোমো কোড এবং দারাজ কুপন কোড ২০২৫

নিয়োগ প্রক্রিয়ার লক্ষ্য ও গুরুত্ব:

বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ বাহিনীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সময়োপযোগী করে তুলতে নেয়া হয়েছে এই উদ্যোগ। পদগুলোতে নিয়োগ পাওয়া প্রার্থীরা বাহিনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।

1 thought on “বাংলাদেশ কোস্টগার্ডের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি”

Leave a Comment