২০২৫ সালের এইচএসসি ফরম পূরণ শুরু ২ মার্চ থেকে

এইচ এস সি ২০২৫
এইচ এস সি পরীক্ষা ২০২৫

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ২ মার্চ থেকে। এছাড়াও নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (২ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এবং সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনা অনুসারে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

One thought on “২০২৫ সালের এইচএসসি ফরম পূরণ শুরু ২ মার্চ থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *