হামলার শিকার দিতি কন্যা লামিয়া চৌধুরী (ভিডিও সহ)

হামলার শিকার দিতি কন্যা লামিয়া চৌধুরী (ভিডিও সহ)
হামলার শিকার দিতি কন্যা লামিয়া চৌধুরী (ভিডিও সহ)

প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। জমিসংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তার বাড়িতে প্রায় ৪০ জনের একটি দল তাকে আক্রমণ করে বলে অভিযোগ করেছেন তিনি। হামলার পর কোনোভাবে প্রাণে বেঁচে ঢাকায় ফেরেন লামিয়া।

লাইভে এসে ঘটনার বর্ণনা

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হামলার শিকার হওয়ার পর ফেসবুক লাইভে এসে নিজের পরিস্থিতি তুলে ধরেন লামিয়া চৌধুরী। এছাড়া, ঘটনার পরপরই একাধিক পোস্ট দিয়ে তার উপর চালানো হামলার বিষয়ে জানান তিনি।

একটি লাইভ ভিডিওতে দেখা যায়, উঠানের মতো একটি জায়গায় বেশ কয়েকজন মানুষ জটলা করে আছেন। ভিডিওতে আতঙ্কিত কণ্ঠে লামিয়া বলেন, “আমাদের গায়ে ইট মারছিল। আমি পড়ে গেছি।” সেখানে বেশ কিছু উত্তেজিত লোককেও দেখা যায়।

পরে আরেকটি ভিডিওতে দেখা যায়, লামিয়া পায়ে আঘাত পেয়েছেন। একজন তাকে বরফ দিয়ে পা ঠান্ডা রাখতে সহায়তা করছেন। এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

একটি অন্য ভিডিওতে দেখা যায়, লামিয়া একটি প্রাইভেট কারের ভেতরে বসে আছেন। গাড়ির সামনের কাঁচ ভাঙা, আর বাইরে বেশ কিছু মানুষের জটলা। কাঁদতে কাঁদতে লামিয়া বলেন, “ওরা আমার পা ভেঙে দিয়েছে।”

“আমি একা, তাই জমি দখল করতে চায়”

নিজের উপর হওয়া হামলার বিষয়ে লামিয়া বলেন, “আমার বাবা-মা অনেক আগেই মারা গেছেন। এরপর থেকে আমি একেবারেই একা। এই সুযোগে কিছু লোক আমার জমি দখল করতে চায়। আজ তারা হামলা চালিয়েছে, আমার পা ভেঙে দিয়েছে। কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফিরেছি।”

আরও পড়ুনঃ পরীমণির তীব্র সমালোচনায় শরিফুল রাজ, ছেলের দায়িত্ব নিয়ে প্রশ্ন

সাহায্যের আকুতি ও সংবাদ সম্মেলন আহ্বান

হামলার পর একাধিক ফেসবুক পোস্টে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন লামিয়া। একটি পোস্টে তিনি লেখেন, “আমার সাথে কেউ কি নাই? আমার বাবা-মা মারা গেছে বলে আমার পাশে কেউ কি নাই? কেউ নাই নাই…”এ ঘটনার বিস্তারিত জানাতে শনিবার বিকেলে ঢাকার গুলশানের বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন লামিয়া চৌধুরী। সেখানে তিনি পুরো ঘটনার বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *