জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে ভরাডুবি প্রতিদ্বন্দ্বীদের, একচেটিয়া জয় ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর

জ়াক্সু নির্বাচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু নির্বাচন) নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২০টি দখলে নিয়েছে ছাত্রশিবিরের সমর্থনে গঠিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। বাকিগুলোর মধ্যে দুটি পদে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

আজ শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুর রশিদ জিতু বিজয়ী হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩,৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর মাজহারুল ইসলাম। যুগ্ম সম্পাদক (এজিএস – পুরুষ) পদে ২,৩৫৮ ভোটে জয় পেয়েছেন ফেরদৌস আল হাসান এবং (এজিএস – নারী) পদে ৩,৪০২ ভোটে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা — উভয়েই একই প্যানেলের।

২৫টি পদের মধ্যে সম্পাদকীয় ১৮টির মধ্যে ১৫টি এবং কার্যকরী ৬টি পদের মধ্যে ৫টিতে জয় লাভ করে শিবির-সমর্থিত জোটটি।

বিভিন্ন পদের ফলাফল:

  • শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা – ২,৪২৮ ভোট (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: সাফায়েত মীর – ২,৮১১ ভোট (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম বাপ্পি – ১,৯০৭ ভোট (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • সাংস্কৃতিক সম্পাদক: মুহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)
  • সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দিন – ১,৯৮৬ ভোট (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • নাট্য সম্পাদক: রুহুল ইসলাম – ১,৯২৯ ভোট (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরণ – ৫,৭৭৮ ভোট (স্বতন্ত্র)
  • সহ-ক্রীড়া সম্পাদক (ছেলে): মহাদী হাসান – ২,১০৫ ভোট (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • সহ-ক্রীড়া সম্পাদক (মেয়ে): ফারহানা আক্তার লুবনা – ১,৯৭৬ ভোট (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • আইটি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইমন লিখন – ২,৪২৬ ভোট (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক: আহসান লাবিব (বাগছাস)
  • সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছেলে): তৌহিদ ইসলাম (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (মেয়ে): নিগার সুলতানা (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনে মোবারক – ২,৬৫৩ ভোট (সমন্বিত শিক্ষার্থী জোট)
  • পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান (সমন্বিত শিক্ষার্থী জোট)

কার্যকরী সদস্য পদে জয়ীরা:

  • নারী সদস্য: ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান লিমা (তিনজনই সমন্বিত শিক্ষার্থী জোট)
  • পুরুষ সদস্য: আবু তালহা, তরিকুল ইসলাম (সমন্বিত শিক্ষার্থী জোট), মোহাম্মদ আলী চিশতি (বাগছাস)

ভোটার উপস্থিতি ও নির্বাচন প্রক্রিয়া:

মোট ১১,৭৫৯ ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ২৫টি পদের জন্য লড়েছেন ১৭৭ জন প্রার্থী। সহ-সভাপতি পদে ৯, সাধারণ সম্পাদক পদে ৮, এবং যুগ্ম সম্পাদক পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬ জন। নির্বাচনে অংশ নেয় ৮টি পূর্ণ ও আংশিক প্যানেল।

আরও পড়ুনঃ ২০২৫ বাজেট পণ্যের দাম বৃদ্ধি: বিস্তারিত তথ্য

তবে ভোটগ্রহণ শুরুর পরপরই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল-সমর্থিত প্যানেলসহ মোট পাঁচটি সংগঠন। এসব বর্জনকারী প্যানেলের মধ্যে ছিল প্রগতিশীল শিক্ষার্থীদের ‘সম্প্রীতির ঐক্য’, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’ এবং স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’।

Leave a Comment